মহিদুল ইসলাম (শাহীন) খুলনা বাংলার চেতনা নিউজ।
খুলনা মহানগরীর দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার এন এম তানভীর ইমন স্বাক্ষরিত এক বার্তা গত ১৯ আগস্ট ২০২৫ প্রেরন করেন। একটা বিশেষ ঘোষণা পত্রের মাধ্যমে জানানো হয়। খুলনা মহানগরীর দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসের আওতাধীন জমির মালিকগন ও সর্ব সাধারণের অবগতির জন্য জানানো গেলো যে,অত্র দৌলতপুর
সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত ২০১১ সালের ৬২৭ নং দলিল হতে ২০১৭ সালের ২৮০৩ নং দলিল গুলো আগামী ১৫/০৯/২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট পক্ষগনকে দলিলের মুল রশিদ (টিকিট) প্রদান করে অত্র অফিস থেকে দলিল গুলো নেওয়ার জন্য বিশেষ অনুরোধ করা হলো।
উল্লেখিত সময়ের মধ্যে দলিল গুলো না নিলে রেজিষ্ট্রেশন আইন ১৯০৮ এর ৮৫ ধারার অধীন আগামী ২৪/০৯/২০২৫ তারিখে সর্ব সাধারনের সামনে দৌলতপুর রেজিস্ট্রি অফিস চত্বরে দলিল গুলো পুড়াইয়া বিনষ্ট করা হবে। তবে বর্নিত সময়ের পরে এ সংক্রান্ত কাহারো কোনো দাবী গ্রহন যোগ্য হবেনা। তাই নিদিষ্ট সময়ের মধ্যে দলিল গুলো নেওয়ার জন্য বিশেষ অনুরোধ করেছেন কর্তৃপক্ষ।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.