খুলনা জেলা প্রতিনিধি,বাংলার চেতনা নিউজ।
খুলনার বটিয়াঘাটা থেকে সাংবাদিক এইচ এম সাগর (হিরামন) এর হিরো স্প্লিন্ডার ১০০ সিসি মোটরসাইকেল চুরি হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর ২৫) দুপুর ২ টা থেকে ২.৩০ এর মধ্যে বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের সামনে এ ঘটনা ঘটে। সাংবাদিক হিরামন সাগর জানান, জরুরি কাজের জন্য ১.৩০ মিনিটে এসিল্যান্ড অফিসের সামনে তিনি গাড়ি রেখে জরুরি তথ্য সংগ্রহের কাজে ইউ এন ও অফিসে যান।
কাজ শেষে ফিরে এসে তিনি দেখেন গাড়িটি সেখানে নাই। পরবর্তীতে আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। মোটরসাইকেলটি ছিলো কালো কালচে কফি কালারের। পরে তিনিসহ তার সহকর্মীরা থানা পুলিশের সহায়তা নিয়ে এসিল্যান্ড অফিস ও ইউএনও অফিস এর সিসি টিভি ফুটেজ চেক করেন। কিন্ত অত্যন্ত দুঃখের বিষয় ইউএনও অফিসের বাইরের আটটি ক্যামেরা পুরোটাই নষ্ট বলে কর্তৃপক্ষ জানায়।
এদিকে এসিল্যান্ড অফিসে গেলে সিসি টিভির পাসওয়ার্ড দিতে তালবাহানা শুরু করে অফিস কর্তৃপক্ষ। এসিল্যান্ড অফিস থেকে বলা হয়, স্যার ছুটিতে থাকায় পাসওয়ার্ড আমাদের কাছে নাই স্যারের কাছে পাসওয়ার্ড। আপনারা স্যারের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খাইরুল বাশার ঘটনাস্থলে এসে পাসওয়ার্ড নিয়ে সিসিটিভি ফুটেজ চেক করেন। সেখানে মোটরসাইকেল চোরের ফুটেজ দেখতে পাওয়া যায়।
ঘটনার পরপরই সাংবাদিক হিরামন বটিয়াঘাটা থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে একটি সাধারন ডায়েরি করেছেন।যার নং- ৪৫৫, তাং- ৭ সেপ্টেম্বর ২০২৫ উল্লেখ্য, এর আগেও বটিয়াঘাটা উপজেলা থেকে এভাবে মটর সাইকেল চুরি হয়েছে। বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খাইরুল বাশার বলেন, ঘটনা শুনে আমি তাৎক্ষণিক সিসিটিভি ফুটেজ চেক করে অভিযান অব্যাহত রেখেছি।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.