খুলনা জেলা প্রতিনিধি,
খুলনা বটিয়াঘাটা উপজেলার হরিণটানা থানার কৈয়া বাজার সাউথ বাংলা সিটিতে আমেনা আমিন পাখি (১৮) নামের এক গৃহবধূকে মারধর করে ঘরে আটক রাখার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। মেয়েকে নির্যাতনের খবর পেয়ে আমেনার পিতা আল আমিন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মেয়ের অভিভাবক ও স্থানীয়রা জানায়,গত ১বছর আগে কৈয়া সাউথ বাংলা সিটির এলাকার শামসুর রহমানের ছেলে বায়েজিদ রহমানের সঙ্গে খুলনা বাগমারা এলাকার আল আলামিন এর মেয়ে আমেনা আমিন পাখির বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর আমেনার সাথে খুঁটিনাটি বিষয় নিয়ে স্বামী ও শ্বশুর শাশুড়ী প্রায়ই তাকে মারধর করত বলে অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ। শনিবার সন্ধ্যায় আমেনাকে আবারও মারধর করে ঘরে বন্দি করে রাখা হয়। তখন প্রতিবেশীর ফোন পেয়ে আমেনার মা বাবা দ্রুত ঘটনাস্থলে এসে মেয়েকে মারাত্বক জখম অবস্হায় উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করে। এ বিষয় গত রবিবার সন্ধ্যায় আমেনা বেগম বাদী হয়ে হরিণটানা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.