শেখ শাহীন খুলনা প্রতিনিধি :
খুলনা খান জাহান আলী থানাধীন মিরের ডাঙ্গা অবস্থিত খুলনা বক্ষব্যাধি হাসপাতালে সকাল ১১ টায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডাঃ মুহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোগীপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর কায়ছেদ আলী।
এছাড়া উপস্থিত ছিলেন হাসপাতালের উপ সেবা তত্ত্বাবধায়ক ফরিদা ইয়াসমিন, প্রধান সহকারী শামীম আহমেদ, খান জাহান আলী থানার ওসি তদন্ত সনজিৎ ঘোষ, বিএনপি নেতা সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, খান জাহান আলী থানা মহিলা দলের আহবায়ক শাম্মী চৌধুরী মলি, খান জাহান আলী থানা ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব, খান জাহান আলী থানা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুন মোল্লা, ছাত্র প্রতিনিধি তানভীর কায়ছার, হেমায়েত চৌধুরী, সৈয়দ আলম নবী, তন্ময় কবির, তারেক মাহমুদ, মনিরুজ্জামান, মোল্লা হুমায়ুন কবির, চমন আক্তার, হিসাব রক্ষক হারুন অর রশিদ, ফার্মাসিস্ট মনিরুজ্জামান মল্লিক, অফিস সহকারী আওছাফুর রহমান সহ হাসপাতালে কর্মরত কর্মকর্তা,কর্মচারীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় আলোচ্য মূল বিষয় ছিল হাসপাতাল চত্বর হয়ে উঠেছে মাদক ও চুরির অভয়ারণ্য। হাসপাতালে ঢুকে মাদক সেবন এবং হাসপাতালে সরকারি সম্পত্তি গ্ৰীল, ব্যাটারি সহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে। হাসপাতালের সরকারি সম্পত্তি ও পরিবেশ রক্ষায় প্রশাসন ও স্থানীয় জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেছে হাসপাতালে কর্তৃপক্ষ। হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী না থাকা ও স্টাফ ভবন জনমানবশূন্য হওয়া এর অন্যতম মূল কারণ বলে মন্তব্য করেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.