আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি খুলনা
খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নিজ বাসাতে অবস্থানকালে বুকে ব্যথা অনুভূত হওয়ার পর তাকে শুক্রবার রাত ৯টার দিকে খুলনার বেসরকারি হাসপাতাল সিটি মেডিকেলে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাত পৌণে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক মামুন রেজার নামাজে জানাজা রাত ১২টায় জাতিসংঘ শিশু পার্কের পাশে আল হেরা জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। গতকাল মামুন রেজার মরদেহ বাড়িতে নিয়ে আসলে তার বাড়িতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। তার চতুর্থ শ্রেণিতে পড়ুয়া একমাত্র পুত্র ও তার স্ত্রীর ক্রন্দনে আকাশ বাতাস ভারি হয়ে উঠছিল। গোটা দিঘলিয়ায় শোকের ছায়া নেমে আসে।
গতকাল শনিবার (২১ জুন) বাদ যোহর দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী সূতির কূল মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। তার এ জানাজা নামাজে খুলনা শহর ও দিঘলিয়া উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, আইনজীবিসহ সকল স্তরের লোকজন তার এ জানাজায় অংশ গ্রহণ করেন। উপস্থিতি তার রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সাংবাদিক মামুন রেজা সমকালের খুলনা ব্যুরো প্রধান ও চ্যানেল টোয়েন্টিফোরের খুলনার আঞ্চলিক প্রধান প্রতিবেদক ছিলেন। তিনি চার বার খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া খুলনা সাংবাদিক ইউনিয়নের দুইবারের সাবেক সভাপতিও ছিলেন তিনি।
দিঘলিয়ায় কর্মরত সাংবাদিক মহলে মামুন রেজার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। তার সাংবাদিকতা জীবন শুরু হয় খুলনার একটা দৈনিক পত্রিকার দিঘলিয়া প্রতিনিধি হিসেবে। তার এ অকাল মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা, শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন দিঘলিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের পক্ষে ডাঃ সৈয়দ আবুল কাসেম, সৈয়দ জাহিদুজ্জামান, শেখ মনিরুল ইসলাম, শেখ রবিউল ইসলাম, শেখ শামিমুল ইসলাম, শেখ ইব্রাহিম হোসেন,সৌমিত্র কুমার দত্ত, মোঃ আবিদ আজাদ, বেনজির আহমেদ মুকুল, মোঃ ইলিয়াস হুসাইন, জাহিদ হোসেন, মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.