নিজস্ব প্রতিবেধকঃ
হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান প্রধান মামুন রেজা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…আমরা তো আল্লাহর এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাবো)।আজ শুক্রবার (২০ মে) রাত পৌনে ১০টায় নগরীর সিটি মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।শনিবার (২১ জুন) বেলা ১২টায় নগরীর শান্তিধাম মোড়স্থ জাতিসংঘ শিশুপার্কে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে পারিবারিক সূত্রে জানা গেছে।তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশসহ মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনার কন্ঠ পরিবার।
খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। রাত সোয়া ১২টায় আল-হেরা জামে মসজিদে নামাজে জানাজা ও জানাজা শেষে প্রেসক্লাবে শেষ শ্রদ্ধা জানানো হয়।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.