সাব্বির হোসেন জেলা প্রতিনিধি বাংলার চেতনা নিউজ।
খুলনার রূপসার সেনের বাজার -জেলখানা ফেরিঘাটে
ফেরি ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিখোঁজ হয়েছেন।
উদ্ধার অভিযানে খুলনা সদর নৌপুলিশ, রূপসা নৌপুলিশ, ফায়ার সার্ভিসসহ নৌবাহিনীর ডুবুরিরা অংশ নিয়েছেন।বৃহস্পতিবার (২১ আগস্ট২০২৫ )এর রাত সাড়ে ১০টার দিকে জেলখানা ও সেনেরবাজার ঘাটের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, রাত সোয়া ১০টার দিকে একটি যাত্রীবাহী ট্রলার জেলখানা ঘাট থেকে সেনের বাজারের দিকে যাচ্ছিল।নদীর মাঝপথে ফেরির সঙ্গে ট্রলারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ট্রলার থেকে কয়েকজন নদীতে পড়ে যান।এর মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও আইচগাতি ইউনিয়নের সাহাপাড়া গ্রামের বাসিন্দা দিলীপ সরকারের ছেলে আকাশের সন্ধান পাওয়া যায়নি।
এছাড়া এক নারী ও শিশু নিখোঁজ রয়েছেন। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবু বক্কর বলেন, ফেরি ও ট্রলারের সংঘর্ষে এখন পর্যন্ত তিনজন নিখোঁজের খবর পেয়েছি।এ ঘটনায় ৬ সদস্যের ডুবুরি দল উদ্ধার কাজ পরিচালনা করছে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.