এস.এম.শামীম খুলনা ব্যুরো:
খুলনার দিঘলিয়া উপজেলার আওতাধীন বিআইডব্লিউটিএ (বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন)-এর কাছ থেকে বৈধ ইজারা নেওয়া সত্ত্বেও খেয়াঘাট ভোগ দখল করতে স্থানীয় কতিপয় ব্যক্তি নানা সমস্যার সৃষ্টি করছে। এই সমস্যার সম্মুখীন হচ্ছেন বিআইডব্লিউটিএ এর ইজারাদার শেখ মোঃ আকবর আলী।
গত ৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে খুলনা নদী বন্দর থেকে একটি ওয়ার্ক অর্ডার গ্রহণ করেন শেখ মোঃ আকবর আলী। এরপর ১৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ঘাট গুলো বুঝে পাওয়ার পর খুলনা জেলা পরিষদ ও খুলনা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ একাধিকবার বলপ্রয়োগ করে। পরবর্তীতে নানা জটিলতার কারণে ইজারাদার শেখ মোঃ আকবর আলী আদালতের দ্বারস্থ হন। ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে তিনি স্ট্যাটাস কোটেশন পান (সিপি নং – ৩১৫৮/২০২৪)।
আইনগতভাবে যেহেতু তাকে ঘাটগুলিতে টোল আদায়ের অনুমতি দেওয়া হয়েছে, তবুও কিছু মহল বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে। এছাড়া, শেখ মোঃ আকবর আলীর দাবি, এ পর্যন্ত তিনি দুইবার সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
এ বিষয়ে গত বৃহস্পতিবার দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক মোহাঃ মাসুদ পারভেজ, ইজারাদার শেখ মোঃ আকবর আলী, জেলা পরিষদের কর্মকর্তারা, এবং দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা চলাকালীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা টোল আদায় বন্ধ করার নির্দেশ দেন। ইজারাদার শেখ মোঃ আকবর আলী প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে চাইলে ইউএনও তা দেখতে অস্বীকার করেন।
এছাড়া, আলোচনা সভার পর থেকে বারাকপুর খেয়াঘাটে টোল আদায় শুক্রবার থেকে বন্ধ রয়েছে।
এ বিষয়ে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, “এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য উভয় পক্ষকে ডেকেছিলাম। সিদ্ধান্ত যেটা নেওয়ার, তা বিজ্ঞ আদালতের রায়ের ভিত্তিতে বিআইডব্লিউটিএ এবং জেলা পরিষদ কর্তৃপক্ষ নেবেন। এ ব্যাপারে আগামী সোমবার জেলা পরিষদ প্রশাসক কার্যালয়ে একটি মিটিং ডাকা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.