এস.এম.শামীম, খুলনা বাংলার চেতনা নিউজ।
খুলনায় হোটেল থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকাল ৪টার দিকে হোটেল ওয়েস্টার্ন ইন থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম শান্তা ইসলাম (৪২)। তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি গ্রামের আব্দুল খালেকে মেয়ে।খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম জানান, শুক্রবার সকালে ঐ নারী হোটেলে খাবার খেয়েছে। এরপর দুপুরে তার খাবার ও রুম সার্ভিসের জন্য ডাকাডাকি করা হলে তিনি সাড়া দেননি। হোটেলের কর্মচারীরা প্রথম দিকে মনে করেছিলেন তিনি বিশ্রামে আছেন।কিন্তু বেলা বাড়তে থাকলে তাদের সন্দেহ হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে হোটেলের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ওড়না প্যাচানো ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, এ ব্যাপারে মোরেলগঞ্জ থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
মৃত শান্তা ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.