মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো প্রধান,
র্যাব-৬, যশোর ক্যাম্পের অভিযানে দুইশত ছিয়ানব্বই (২৯৬) বোতল ফেনসিডিল সহ দুইজন মাদক ব্যবসায়ীকে যশোর জেলার শার্শা থানা এলাকা থেকে গ্রেফতার করেন।বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানে নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী এবং প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও মাদকের ভয়াল বিস্তার রোধকল্পে র্যাবের নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৬ মার্চ ২০২৫ তারিখ রাতে র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী যশোর জেলার শার্শা থানাধীন ১২নং নিজামপুর ইউনিয়ন এর ৯নং ওয়ার্ডস্থ শ্রীকোনা গ্রামের মোঃ হাইবাবু (৩৫), পিতা-শফিকুল ইসলাম এর বসতবাড়িতে মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের নিমিত্তে মজুদ করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত আভিযানিক দলটি অদ্য ইং ১৬ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক রাতে অভিযান চালিয়ে ২জন মাদক ব্যবসায়ী মোঃ একরামুল (২৪), পিতা- মোঃ জিন্নাত আলী, সাং- শ্রীকোনা, রঞ্জন বিশ্বাস (৩৯), পিতা-ফকির চান বিশ্বাস, সাং শীবচন্দ্রপুর, উভয় থানা শার্শা, জেলা-যশোরকে গ্রেফতার করেন। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের দেখানো ও সনাক্ত মতে, শ্রীকোনা গ্রামের মোঃ হাইবাবু (৩৫) এর বসতবাড়ির বাহিরে আঙ্গিনার পূর্ব দুয়ারি টিনের চৌচালা রান্নাঘরের ভেতর হতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৯৬ (দুইশত ছিয়ানব্বই বোতল) ফেন্সিডিল আসামী মোঃ একরামুল (২৪) নিজ হাতে বাহির করে দেওয়ার প্রেক্ষিতে উদ্ধারপূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৮,৮৮,০০০/- (আট লক্ষ আটাশি হাজার টাকা মাত্র)। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী।
তারা বেনাপোল সীমান্ত হতে উক্ত মাদকদ্রব্য ফেনসিডিল স্বল্প মূল্যে সংগ্রহ/ক্রয় করে দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ/বিক্রয় করার উদ্দেশ্যে মজুদ করে রেখেছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একটি মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.