নিউজ ডেস্ক, বাংলার চেতনা নিউজ খুলনা।
খুলনার রেজিস্ট্রি অফিসের সামনে প্রকাশ্যে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহত যুবকের নাম অনিক। তিনি নগরীর কালীবাড়ি এলাকার মন্টু দাশের ছেলে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন তার অবস্থা আশঙ্কা জনক অবস্থায় আছেন।
পুলিশ জানায়, রেজিস্ট্রি অফিসের সামনে দুই যুবকের মধ্যে তুমুল বাকবিতণ্ডার একপর্যায়ে একজন কোমর থেকে আগ্নেয়াস্ত্র বের করে অনিককে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে অনিক মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ সময় হামলাকারী হাতের অস্ত্র ফেলে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে একটি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ঘটনার কারণ ও হামলাকারীর পরিচয় উদঘাটনে তদন্ত চলছে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.