এস.এম.শামীম, খুলনা বাংলার চেতনা নিউজ
খুলনা, ০৪ অক্টোবর ২০২৫ (শনিবার): খুলনার আড়ংঘাটা থানাধীন রায়েরমহল ব্যাংক কোয়াটার এলাকায় এক ব্যক্তির রহস্যজনক আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোঃ হামিদ শেখ (৫০)। তিনি মৃত আতাউর রহমানের পুত্র এবং রায়েরমহল ব্যাংক কোয়াটার এলাকার বাসিন্দা। জানা গেছে, নিজ ঘরের কাঁচা-পাকা ঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ঘটনাটিকে ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। অনেকেই এ মৃত্যুতে নানান প্রশ্ন তুলছেন।
খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ বলছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এ ঘটনার পর পুরো এলাকায় শোকের পাশাপাশি রহস্যময় পরিবেশ বিরাজ করছে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.