৷৷৷৷৷ খুলনা ব্যুরো প্রধান বাংলার চেতনা নিউজ।৷৷৷৷
খুলনা মহানগরীর ৩১ নং ওয়ার্ডে বান্দাবাজার ফেদু রহমান সড়কে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। আজ ২৭ আগষ্ট সোমবার সকাল ৯.৩০ ঘটিকা থেকে শুরু হওয়া এ কার্যক্রমে স্থানীয় জনগণকে সচেতন করার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।
অভিযানে অংশ নিয়ে খুলনা ৩১ নং ওয়ার্ডের ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তা বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সরকার ও সংস্থার পাশাপাশি জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক পরিবার যদি নিজ নিজ আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে, তবে ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে কমে যাবে।”এসময় ব্র্যাকের প্রতিনিধি জনাব আকাশ মাহামুদ (হৃদয়) অফিসার জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প তিনি বলেন এ কর্মসূচির মাধ্যমে আমরা এলাকার বাসিন্দাদের ঘরবাড়ি, উঠান ও আশপাশের স্থান পরিষ্কার রাখাতে অনুরোধ করেছি যাতে পানি জমতে না পারে সেটা সম্পর্কে সচেতন করেছি এবং ডেঙ্গুর প্রাথমিক লক্ষণ চিহ্নিত করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় এলাকায় লিফলেট বিতরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের পক্ষ থেকে আরও জানানো হয়, জনসচেতনতা সৃষ্টি ও জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.