স্টাফ রিপোর্টার
আজ মঙ্গলবার (২৩ অক্টোবর) দিন ব্যাপী খুলনার ওয়েস্টার্ন ইনন হোটেল সভাকক্ষে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি(বেলা) এর আয়োজনে নেটওয়ার্ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলার নেটওয়ার্ক মেম্বার ও সুন্দরবন একাডেমির নির্বাহি পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় স্বাগত বক্তৃতা করেন বেলা' র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল।
সভায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন বেলা' র কো-অর্ডিনেটর এম এম মামুন, বেলা' র নেটওয়ার্ক মেম্বার যথাক্রমে এডভোকেট কুদরত- ই- খোদা, আব্দুল মোতালেব সরদার, এ এম এম মামুন, সুতপা বেদজ্ঞ, বেলা' র এডভোকেট আব্দুল্যাহ আল গালিব, ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, অ্যাডভোকেট বাবুল হাওলাদার, হিউম্যানিটি ওয়াচ এর সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেলিম, সাংবাদিক যথাক্রমে শেখ আল এহসান, দীপঙ্কর রায় ও খলিলুর রহমান সুমন, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, মেরিনা জুথি, নুরুন্নাহার পলি, মহুয়া ময়ূরী, গৌরাঙ্গ প্রসাদ রায়। সভায় এছাড়া বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত বেলা নেটওয়ার্ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পরিবেশ গত অধিকার আদায়, ন্যায় বিচার প্রতিষ্ঠা, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়, সমতা সাম্যতা ভিত্তিক সমাজ গঠন,,পরিবেশ সুরক্ষা, জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.