ক্রাইম রিপোর্টার, বাংলার চেতনা নিউজ খুলনা।
সঙ্গীতা হলের সামনে একটি দোকানে ঢুকে এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ব্যক্তি চরমপন্থী নেতা শাহাদাত।প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে সোনাডাঙ্গা থানাধীন এলাকায় সঙ্গীতা হলের সামনে একটি দোকানের ভিতরে অবস্থান করছিলেন শাহাদাত। হঠাৎ মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত দোকানে ঢুকে তাকে কাছ থেকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে শাহাদাতের মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে।পুলিশ জানিয়েছে, শাহাদাতের বিরুদ্ধে একাধিক মামলা ছিল এবং তিনি একটি চরমপন্থী সংগঠনের সক্রিয় নেতা ছিলেন। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং দুর্বৃত্তদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.