মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
খুলনা মহানগরীর ৩১টি ওয়ার্ডের মধ্যে ৫ টি ওয়ার্ডের ডিলার পয়েন্ট পরিদর্শন করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তানভীর হোসেন। এসময় সঠিক নিয়মে চাল আটা বিক্রি এবং উপকার ভোগীদের ভিড় দেখে সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি গণমাধ্যমে কর্মীদের উপস্থিতে সুষ্ঠু ভাবে মাল বিক্রির জন্য ডিলারদের বিভিন্ন পরামর্শ দেন। মঙ্গলবার সকালে মহানগরীর ৫,৬,৭,৮ ও ২১ নং ওয়ার্ড পরিদর্শন করেন। যে সকল পয়েন্ট পরিদর্শন করেন সেগুলো হচ্ছে মেসার্স মনিরা কনস্ট্রাকশন মালিক মোঃ খবির উদ্দিন,মেসার্স মনোয়ারা এন্টারপ্রাইজ মালিক মনোয়ারা বেগম,
মেসার্স নাজমুল ট্রেডার্স মালিক সেলিম রেজা ও মেসার্স কনিকা এন্টারপ্রাইজ মালিক বিদ্যুৎ রায় এর ডিলার পয়েন্ট পরিদর্শন করেন। এসময় ডিলাররা বলেন, এভাবে ডিসি ফুড স্যার মাঝে মধ্যে পয়েন্টে আসলে আমাদেরও জবাবদিহিতা একটু কমে যায়। আমরা প্রতিদিন সকাল থেকে মাল বিক্রি শেষ না হওয়া পর্যন্ত পয়েন্টে থাকি। তাছাড়া তদারকি কর্মকর্তা তো সারাক্ষণ পয়েন্টে বসে থাকে।
তাছাড়া তদারকি কর্মকর্তার পাশাপাশি মনিটরিং কর্মকর্তারাও ছদ্মবেশে ২/৪ বার এসে পয়েন্টে উপস্হিত হয়ে মনিটরিং করে থাকে।
সার্বিক বিষয় জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তানভীর হোসেন বলেন,মহানরীতে ওএমএস ডিলার পয়েন্ট গুলোতে সুষ্টভাবে চাল-আটা বিতরণ হচ্ছে। আমরা ঝটিকা পরিদর্শনে পয়েন্টে পয়েন্টে জনগণের উপচে পড়া ভিড় দেখতে পেয়েছি। সর্বপরি আমাদের ঝটিকা পরিদর্শন অব্যহৃত থাকবে। যদি কখনও কোন ডিলার বা তদারকি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নিতীর ছাপ পাই,তাহলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্হা গ্রহন করবো।
ইতি মধ্যে এক ডিলারকে জরিমানা করা হয়েছে এবং তদারকি কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.