নিজস্ব প্রতিবেকঃ
সরকার সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের লক্ষ্যে টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগ সুনাম অর্জন করলেও সম্প্রতি স্মার্ট কার্ড ইস্যু নিয়ে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। স্মার্ট কার্ড বিতরণ প্রক্রিয়ায় ধীরগতি এবং তা কার্যকর না হওয়ায় নানাবিধ সমস্যা সৃষ্টি হচ্ছে, যা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলছে।
দুর্ভোগের কারণ
টিসিবি পণ্যের সুবিধা নিতে হলে স্মার্ট কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু কয়েক মাস আগে ঘোষণা দেওয়া হলেও এখনো অনেকেই এই কার্ড পাননি। যারা কার্ড পেয়েছেন, তাদেরও অনেকে সেটি ব্যবহার করতে পারছেন না। এই বিলম্বের কারণে বহু মানুষ টিসিবির পণ্য থেকে বঞ্চিত হচ্ছেন। তদুপরি, রমজানের মতো গুরুত্বপূর্ণ সময়ে এই সমস্যা আরও প্রকট হয়ে উঠেছে।
স্মার্ট কার্ড বিতরণ প্রক্রিয়ায় ধীরগতি
স্মার্ট কার্ড বিতরণ প্রক্রিয়ায় ধীরগতি একটি বড় সমস্যা। নিম্ন আয়ের মানুষেরা দিন এনে দিন খায়, আর সেই পণ্য কিনতে তারা বারবার লাইনে দাঁড়িয়ে সময় ব্যয় করেও ফিরে যাচ্ছেন। টিসিবির পণ্য কেনার জন্য তাদেরকে স্মার্ট কার্ড জমা দিতে বলা হলেও, তা সময়ে না পাওয়ার কারণে তারা বাধ্য হয়ে বেশি দামে বাজার থেকে পণ্য কিনছেন।
রমজানের চাহিদা ও দুর্ভোগের বিস্তার
রমজান মাসে নিত্যপণ্যের চাহিদা এমনিতেই বেশি থাকে। এ সময় সাধারণ মানুষ অপেক্ষা করে টিসিবির স্বল্পমূল্যের পণ্যের জন্য। কিন্তু স্মার্ট কার্ড ছাড়া টিসিবির পণ্য বিক্রি বন্ধ করে দেওয়ার সম্ভাবনা তাদের ভোগান্তিকে চরম পর্যায়ে নিয়ে যাবে। এমন পরিস্থিতিতে নিম্নবিত্ত মানুষ আরও বেশি অর্থনৈতিক চাপে পড়বে।
সমাধানের জন্য প্রস্তাবনা
১. স্মার্ট কার্ড বিতরণের গতি বৃদ্ধি: যথাসময়ে কার্ড বিতরণ নিশ্চিত করতে প্রশাসনিক ব্যবস্থা জোরদার করা উচিত।
২. অস্থায়ী সমাধান: স্মার্ট কার্ড বিতরণ শেষ না হওয়া পর্যন্ত পুরোনো পদ্ধতিতে পণ্য বিক্রির ব্যবস্থা চালু রাখা।
৩. জরুরি উদ্যোগ: রমজানের মতো সময়ে বিশেষ ব্যবস্থায় স্মার্ট কার্ড ছাড়াই পণ্য বিতরণ করা যেতে পারে।
৪. মনিটরিং ব্যবস্থা চালু করা: টিসিবির কার্যক্রম সঠিকভাবে হচ্ছে কিনা তা নিশ্চিত করতে কঠোর মনিটরিং প্রয়োজন।
উপসংহার
টিসিবি সাধারণ মানুষের কল্যাণে কাজ করে। তবে কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন না হলে উদ্দেশ্য ব্যর্থ হতে পারে। স্মার্ট কার্ড ব্যবস্থা দীর্ঘমেয়াদে ভালো ফলাফল বয়ে আনবে, কিন্তু এর বাস্তবায়নে দ্রুততা এবং কার্যকর নীতি প্রয়োজন। রমজানের সময় যাতে কেউ পণ্য থেকে বঞ্চিত না হয়, সেদিকে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।