ব্যুরো চিফ, বাংলার চেতনা নিউজ খুলনা।
খুলনায় অবৈধ পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের নিয়মিত অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২ আগস্ট রাত আনুমানিক ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে, পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে, খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগমের নেতৃত্বে, খুলনা পল্লী বিদ্যুৎ ঠিকরাবাদ নিজ খামার এলাকায় একটি ভ্যান থেকে প্রায় ২০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। এ সময় পলিথিনের মালিককে না পাওয়ায় পলিথিন জব্দপূর্বক ইনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর খুলনার বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক রাজীব কুমার বাইন, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে খুলনা জেলার লবণচরা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে পরিবেশ অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.