রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , পশ্চিমবঙ্গ
আজ ১২ই ফেব্রুয়ারী বুধবার, পশ্চিমবঙ্গ তৈল উৎপাদন অনেকটাই পিছিয়ে, তাই রাজ্য ও কেন্দ্র সরকারের উদ্যোগে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের ডাল ,শস্য তৈলবীজ চাষ বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। বেশ কয়েক বছর ধরে।
পূর্ব মেদিনীপুর জেলার রামগড় ১ নম্বর ব্লকের কৃষি দপ্তরের উদ্যোগে , হাইব্রীড সরিষার চাষ করার পরিকল্পনা নেয়, টি আর এফ এ প্রকল্পের মাধ্যমে কৃষকদের বিনামূল্যে বীজ দেওয়া হয় কিছুদিন আগে। রামগড় এক নম্বর ব্লকের পায়া, মেদিনীপুর কাশীপুর সহ বেশ কয়েকটি গ্রামে একাধিক কৃষককে উচ্চ ফলনশীল বীজ দেওয়া হয়েছিল।। বর্তমান সময়ে ভালো ফলন এসেছে হাইব্রীড সরিষার ।কৃষি দপ্তরের আশা এভাবেই সরিষা চাষ বৃদ্ধি পেলে, রাজ্যে তেলের ঘাটতি অনেকাংশে কমবে ধীরে ধীরে, আজ একাধিক সরিষার প্রদর্শনী ক্ষেত্র পর্যবেক্ষণে যান রামনগর এক ব্লকের কৃষি আধিকারিক ভূতনাঘ কুইলী, প্রতিটি কৃষি ক্ষেত্র পরিদর্শন করেন, এবং কৃষকদের উপদেশ দেন কিভাবে ফলন বাড়ানো যায়।
তিনি বলেন কৃষকরা যদি এইভাবে চাষ করে, তাহলে ফলন যেমন বৃদ্ধি পাবে ,তেমনি তেলের ঘাটতি পশ্চিমবঙ্গে কমে যাবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.