মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরোচীফ,
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাস সংলগ্ন ফুলবাড়ীগেট,খানাবাড়ী, তেলিগাতী,মহেশ্বরপাশা, যোগীপোল এলাকাসহ অন্যান্য এলাকার যে সকল ভাড়া বাড়িতে কুয়েটের শিক্ষার্থীরা বসবাস করে সে সকল বাড়ির মালিক, খানজাহান আলী থানা, দৌলতপুর থানা এবং আড়ংঘাটা থানার অফিসার ইন-চার্জ/প্রতিনিধিগণের সাথে কুয়েট কর্তৃপক্ষের মতবিনিময় সভা ১০ ই মার্চ সোমবার দুপুর সাড়ে ৩ টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। মতবিনিময় সভায় ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম, নিরাপত্তা কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মাদ আবু ইউসুফ,খানজাহান আলী থানা,দৌলতপুর থানা এবং আড়ংঘাটা থানার অফিসার ইন-চার্জগণ সহ সম্মানিত বাড়ির মালিকগণ বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন ভবিষ্যতে যাতে কুয়েটে আর কখনো কোন ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতির সৃষ্টি না হয় সে বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সকলে এ বিষয়ে কুয়েটের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের হলসমূহের প্রভোস্ট,নিরাপত্তা কর্মকর্তা, সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ শাহেদুজ্জামান শেখ
পাবলিক রিলেশনস অফিসার অতিরিক্ত দায়িত্ব,জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর মাধ্যমে তথ্য গুলি পাওয়া গেছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.