নিউজ ডেস্ক ঃ
কালিয়া উপজেলার নরাগাতির থানার পহড়ডাংগা ইউনিয়নের ১ নম্বর পাখি মাড়া গ্রামের এল জি আরডির একটি ব্রীজ প্রায় দুই তিন বছর ধরে বন্ধ থাকার পরে পুনরায় চালু করলে এলাকার কিছু নাম ধারি সন্রাসী একটি দলের নাম ভাংগিয়ে প্রকাশ্য জন সন্মুখে চাদা দাবি করে, এসময়ে চাঁদা বাজরা এলাকায় আতংক সৃষ্টি করে এলাকা বাসি সূত্রে জানা যায় ৫ই আগষ্টের পর আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার গনঅভ্যুত্থানের পর থেকে নতুন করে আরেক সন্ত্রাসিদের আতঙ্কে তারা দিন যাপন করছে, এমনকি এলাকার সাধারণ মানুষকে হুমকি দামকি দিয়ে আসছে, কারন এ-ই ব্রীজটি ছিলো এই এলাকার একমাত্র ভরসা ও বর্ষামৌসুমে এই ব্রীজের কাজের করনে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয় এতে করে এলাকার কৃষক খতির গ্রস্ত হচ্ছে তাই এলাকাবাসী চাঁদাবাজদের প্রতিহত করেন, তাই বর্তমান সরকারের কাছে এলাকা বাসি জোর দাবি করেন যাতে দ্রুত গতিতে এ-ই ব্রীজের কাজ সম্পন্ন করে এই ভোগান্তি থেকে রক্ষা ও চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের শাসন প্রতিষ্ঠার অনুরোধ করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.