কবিতা ঃ মানবতা!
কলমে ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
মানবতা তোমায় শুনছি আজকে
বিশ্বে নতুন সুরে,
আওয়াজ উঠছে 'আমাজন' থেকে
আটলান্টিক উর্মির তরে!
বাংলাদেশের গনহত্যায়
পাইনি তোমার দেখা,
ইউক্রেনে যুদ্ধে আজ
তোমার নামটা প্রথম শেখা!
দেখি না তোমায় 'ফিলিস্তিনে'
রোজ মরে যখন শিশু,
'মানবতা' তোমায় নেয় কি কেড়ে
ঈশ্বর নামের যীশু?
কোথা ছিলে পনের বছর
'সাদ্দামের' হলো ফাঁসি,
৩০ লক্ষ প্রাণ গেলো বাংলায়
দিলে না একটা কাশি !
ইরাকে যখন ফেলেছে বোমা
শত হায়ানা মিলে,
পনেরো লক্ষ প্রাণ গেলো
পালালে কি 'আমাজন' বিলে ?
ভিয়েতনামের গনহত্যায়
বিশ বছর কই ছিলে,
পালালে কি লেজ গুটিয়ে
আটলান্টিক নামক ঝিলে?
কোরিয়া কম্বোডিয়ার গন হত্যায়
জীবন দিলো বিশ লাখ,
শরনার্থী হতে জীবন দিলো
আড়াই লাখের এক ঝাঁক !
আফগানিস্তানের বিশ বছরে
জীবন দিলো শত,
"মানবতা" তোমার এক চোখা নীতি
বর্ননা করবো কত?
ফিলিস্তিনের দু'একটা রকেট
পড়লো ইহুদির গায়,
এই 'জেলেন্সকি' ছুটে গেলেন ইসরায়েল
"হে বিশ্ব মরছে দেখো, আমার স্বজাতি ভায় ! "
ইউক্রেনে আজ মার্কিন চীৎকার মানবতা বিপন্ন বলে
তুমি অশ্লীল, কদাকার, ঘৃণ্য,
তুমি নিরপেক্ষ নও, একচোখা হে "মানবতা'
তোমার উপস্হিতি, আচরণ বড় জঘন্য !!
হিরোশিমা আর নাগাসাকিতে
তোমাকে পাই নাই,
সোয়া দুই লাখ মানুষ মরলো
কোথায় ছিলে ভাই ! ?
ক্যাপশন ঃ
নাগাসাকিতে বোমা!
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.