নিজস্ব প্রতিনিধিঃ
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কে ডি এ কর্তৃক নির্মিত ও পরিচালিত মার্কেটসমূহ যথাক্রমে,,,, কে ডি এ নিউ মার্কেট, কেডিএ প্রান্তিক মার্কেট ,কে ডি এ রূপসা মার্কেট ,কে ডি এ শিরোমণি মার্কেট, কে ডি এ বঙ্গবাজার ও দৌলতপুর কে ডি এ কল্পতরু মার্কেট,,, তবে এর মধ্যে সবচেয়ে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ১৯৮৭ সালে নির্মাণকালীন ভুল সিদ্ধান্ত ও অদূরদর্শিতার কারণে এই
৩৮টি বছর যাবত ভগ্ন দশায় পড়ে আছে ৪ একর জায়গার ওপর অবস্থিত কে ডি এ দৌলতপুর কল্পতরু মার্কেট। প্রায় চার মাস পূর্বে ৮৪ টি রুমের শাটার গ্রিল, জানালা ,বিদ্যুতের তার, লোহার গ্রিল ইত্যাদি অকশন দেয় কে ডি এ। কেয়ারটেকার জনৈক বকুল মার্কেটটি দেখাশোনা করে থাকে। মার্কেটের আশেপাশে বসবাসকারী কয়েকজন ব্যক্তি জানালেন প্রায় ২০ দিন আগে মার্কেটের ভিতর বেশ কয়েকটি গাছ কাটতে এসে জনগণের প্রতিরোধের মুখে তারা ফিরে যায়। সচেতন মহলের ধারণা এ অবস্থায় এই মার্কেটটি কাঁচামালের আড়ৎ অথবা মার্কেট না করে আবাসিক প্লট আকারে বরাদ্দ দিলে কে ডি এ র আয়ের পরিধি বাড়বে , বৃদ্ধি পাবে নাগরিক সেবা। উল্লেখ্য , ১২ সেপ্টেম্বর ২০২৩ কে ডি এ র সম্প্রতি বদলি হওয়া চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মিরাজুল ইসলামকে এ ব্যাপারে অবহিত করার পরও তিনি কিছু করতে পারেন নি। আর ৮ এপ্রিল ২৫ বর্তমান চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহাঙ্গীর হোসেনকে কে ডি এ কল্পতরু মার্কেটের দুরাবস্থার ব্যাপারে অবহিত করা হলে তিনি এ ব্যাপারে একটি ইতিবাচক ভূমিকার ইচ্ছা ব্যক্ত করেছেন। এ অলাভজনক প্রতিষ্ঠানটি দ্রুত চালু হোক জনগণের যেমন চাওয়া তেমনি কে ডি এ কর্তৃপক্ষ এ অবহেলার দায় এড়াতে পারেন না।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.