মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ঃ
প্রতারণার আশ্রয় নিয়ে ৩৫ তম বিসিএস প্রশাসন ক্যাডারে নিয়োগ পান চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলার বর্তমান ইউএনও কামাল হোসেন। মুক্তিযোদ্ধা চাচাকে তিনি বাবা পরিচয়ে প্রতারণা
করে কোটা সুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চাকরি নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতারণা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও কামাল হোসেন দায়িত্ব পালন করছেন যা নিয়ে আলোচনার ঝড় উঠেছে দেশ ব্যাপি।
জানা যায়, গত বছরের ২৬ ডিসেম্বর তারিখে দুদক কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ দুদকের উপসহকারী পরিচালক মনজুরুল ইসলাম মিন্টু বাদী হয়ে মামলাটি করেন। দুদকের এজাহারে বলা হয়, আসামি মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং চাকরি পাওয়াসহ বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগের উদ্দেশ্যে
জন্মদাতা পিতা আবুল কাশেম ও মোছা. হাবীয়া খাতুনের পরিবর্তে আপন চাচা বীর মুক্তিযোদ্ধা আহসান হাবীব এবং চাচি মোছা.সানোয়ারা খাতুনকে পিতা-মাতা সাজিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে চরম প্রতারণা
ও জালিয়াতির মাধ্যমে ৩৫ তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে মুক্তিযোদ্ধার সন্তানের কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি নেন।
প্রতারণা ও জাল জালিয়াতির অভিযোগে আসামি কামাল হোসেনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারায় অভিযোগ আনা হয়।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.