চৌধুরী জুয়েল রানা স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বহির্বিশ্বে দল পরিচালনার অভিজ্ঞতায় খ্যাতনামা নেতা এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাটের ওপর নড়াইল জেলার নড়াগাতী থানার যোগানিয়া এলাকায় সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি ও নাগরিক সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গত ১৮মে রবিবার তাঁর নিজ জন্মভূমি নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানায় দলের কর্মীদের সঙ্গে ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে যোগদান কালে যোগানিয়া নামক এলাকায় সম্রাটের ওপর পৈশাচিক হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,পূর্বপরিকল্পিতভাবে হামলাকারীরা লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে তাঁকে শারীরিকভাবে নিগৃহীত করে। ঘটনাটি এলাকায় গভীর চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এছাড়া মুন্সী আসাবুর রহমান আরাফাত সহ দলের নেতাকর্মীরা আহত হন।
এ বিষয়ে আজ ১২ জুন বৃহস্পতিবার দক্ষিণ যোগানিয়া নিজ বাড়িতে এক জরুরি সংবাদ সম্মেলনে বিশিষ্ট শিক্ষাবিদ ও বিএনপি-সমর্থক অধ্যাপক বি.এম. নাগিব হোসেন বলেন: “আব্দুল লতিফ সম্রাট শুধু বিএনপির নেতা নন, তিনি বহির্বিশ্বে গণতন্ত্র পুনরুদ্ধারে সবচেয়ে সুসংগঠিত কণ্ঠস্বর। তাঁর নেতৃত্বে ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া ও এশিয়ার ৪২টি দেশে বিএনপিকে সক্রিয় করা হয়। এই মানুষটির ওপর তাঁরই জন্মভূমিতে সন্ত্রাসী হামলা চালানো রাষ্ট্র ও সমাজের জন্য লজ্জাজনক।”
“এই বর্বর হামলা কতিপয় দুষ্কৃতীদের দ্বারা নিয়ন্ত্রিত পেটোয়া বাহিনীর দ্বার পরিচালিত হয়েছে। যা প্রমাণ করে দলীয় শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধ কোথায় গিয়ে ঠেকেছে।”
অধ্যাপক বি.এম. নাগিব হোসেন আরও বলেন- “এই হামলা কেবল ব্যক্তি সম্রাটের ওপর নয়—এটি বহির্বিশ্বে গড়ে ওঠা জাতীয়তাবাদী শক্তির ওপর সরাসরি আঘাত। আমরা অবিলম্বে এই হামলার বিচার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দলীয় ও রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানান যেন একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হয়। একইসঙ্গে তিনি দলীয় ফোরামের মাধ্যমেও এ বিষয়ে ন্যায়বিচারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক শাখার নেতারাও ইতোমধ্যে এই ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.