নিজস্ব প্রতিবেদক
নড়াইল জেলার নড়াগাতী থানার বাঐসোনা গ্রামে আদালতের নির্দেশনা অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিক মোসাঃ আক্তারুন নেছা (৬০) থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার পৈত্রিক সূত্রে পাওয়া ১৭ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদীদের সঙ্গে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে আদালতে ১৪৪ ধারায় মামলা (মামলা নং- এমপি-৩৯৭/২৪) চলমান রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৬ মার্চ সকাল ৮টার দিকে বিবাদী ডালিম মোল্যা (৫০), পিতা-মৃত কালা মিয়া মোল্যা; রিফাত মোল্যা (৬০), পিতা-মৃত হাকিম মোল্যা; সাব্বির মোল্যা (২০), পিতা- শরিফুল মোল্যা; তুহিন মোল্যা (৩০), পিতা- রিফাত মোল্যা; শরিফুল মোল্যা (৪০), পিতা- কালা মিয়া মোল্যা; লিমন মোল্যা (২২), পিতা- ডালিম মোল্যা; সবার গ্রাম- বাঐসোনা, থানা- নড়াগাতী, জেলা- নড়াইল, সংঘবদ্ধভাবে উক্ত জমি দখলের উদ্দেশ্যে সেখানে উপস্থিত হয়।
ভুক্তভোগী মোসাঃ আক্তারুন নেছা জানান, বিবাদীরা জোরপূর্বক জমিতে প্রবেশ করে ঘর নির্মাণের চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ১নং বিবাদী ডালিম মোল্যা হাতে থাকা রামদা দিয়ে তার ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে হাত দিয়ে আঘাত প্রতিরোধের চেষ্টা করলে তার বাম হাতে গুরুতর রক্তাক্ত জখম হয়। তার ছেলে আলী রাজ মোল্যা (২৫) বাধা দিতে গেলে ৩নং বিবাদী সাব্বির মোল্যা হাতে থাকা সাইজ কাঠ দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে, এতে তার হাত ভেঙে যায় এবং গুরুতর আহত হয়। ছোট ছেলে জলু মোল্যা এগিয়ে এলে বিবাদীরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করে।
এ সময় বিবাদীরা বসতবাড়ির গোয়ালঘর ভাঙচুর করে, যার ফলে আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিবাদীরা পালিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী পান্নু মোল্যা (৫০), পিতা-মৃত হানু মোল্যা, মোঃ রহমান মোল্যা (২২), পিতা- শুকুর মোল্যা সহ একাধিক ব্যক্তি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার নড়াগাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে দ্রুত বিবাদীদের গ্রেপ্তার ও জমির দখল নিশ্চিত করার দাবি জানিয়েছেন। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। আহত মোসাঃ আক্তারুন নেছা ও তার দুই ছেলে বর্তমানে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.