খুলনা ব্যুরোঃ
খুলনার খালিশপুর এলাকার নিজ বাড়ী থেকে অভিযান চলাকালে ছাদ থেকে লাফিয়ে আহত হয়ে পুলিশের হাতে গ্রেফতার হলেন সাবেক ০৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ খালিদ আহমেদ। বিকাল পাঁচটায় খালিশপুরের উত্তর কাশিপুর এলাকায় তার দোতলা বাড়ীতে অভিযান চলাকালে তিনি ছাদ থেকে পড়ে আহত হন। পরে তাকে পুলিশ গ্রেফতার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে নিয়ে যায়। এ ঘটনার সতত্যতা নিশ্চিত করে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, ছাদ থেকে পড়ে শেখ খালিদ আহমেদ এর পায়ের গোড়ালীতে ফ্রাকচার হয়েছে। তার বিরুদ্ধে খালিশপুর থানায় বিএনপি নেতা বকুলের বাড়ী, ১৩নং ওয়ার্ড, খালিশপুর থানা বিএনপি'র কার্যালয় ভাংচুরের তিনটি মামলা সে জামিনে রয়েছে। এছাড়াও খুলনা সদর থানার ২১ নং ওয়ার্ড বিএনপি কার্যালয় ভাংচুর মামলা ও আড়ংঘাটা বাজারে বিএনপির কার্যালয়ে আগুন দিয়ে পোড়ানো মামলার আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে বলে খুলনা সদর ও আড়ংঘাটা থানা সুত্রে জানাগেছে। শেখ খালিদ আহমেদ খালিশপুর থানা আওয়ামী লীগের যুব ক্রিড়া বিষয়ক সম্পাদক ছিলেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বল প্রয়োগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ২০২৪ সালের কেসিসি নির্বাচনে তিনি প্রথম কাউন্সিলর হন। নানা বিতর্কিত সেই নির্বাচনে আওয়ামীলীগের প্রভাব বিস্তর করে নির্বাচনে জয়ী হয়েছেন বলে ওয়ার্ডবাসীর মধ্যে গুঞ্জন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.