রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস,কোলকাতা, ভারত
আজ ,১৮ ই নভেম্বর সোমবার, ঠিক দুপুর দুটোয়, কলেজ স্কোয়ার বিদ্যাসাগর মূর্তির সামনে, প্রোগ্ৰেসিভ কালচার অ্যাসোসিয়েশনের পরিচালনায়, এবং কুমকুম সরকারের উদ্যোগে, আর জি করে ঘটে জাওয়া জুনিয়র ডাক্তারকে যেভাবে ধর্ষন ও খুন করে মারা হয়েছিল, এবং ন্যায় বিচারের দাবিতে সারা দেশের মানুষ আন্দোলন চালিয়ে ছিল, আজ একশো দিন হয়ে গেলেও আজ ও অভয়া ন্যায় বিচার পাইনি, দোষীদের শাস্তি হয়নি, তাই একশো দিন পূর্ণ হওয়ায় আমরা সমস্ত আর্টিস্টরা প্রতিবাদ জানিয়ে, প্রতিবাদী অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা কখনোই আমাদের মেয়ে, আমাদের বোন, আমাদের দিদিকে ভুলবোনা, আমরা প্রতিবাদ নিয়ে পথে ছিলাম , আবার পথে প্রতিবাদ করছি।
আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, শিল্পী, কবি, নাট্যকার, আর্টিস্ট, ডক্টর সহ অন্যান্যরা।
আমরা আজ মঞ্চে, প্রতিবাদী গান, নাটক, কবিতা ও ক্যানভাসের মধ্য দিয়ে অভয়ার সঠিক বিচারের আওয়াজ তুলতে চায়, আমরা যতদিন না অভয়ার সঠিক বিচার না পাবো, আমাদের বোন বা মেয়ের খুনিরা শাস্তি না পাবে, আমরা থেমে থাকবো না। আমরা এই ভাবে প্রতিবাদ জানাবো। পথনাটক,গান , কবিতা ও বক্তব্য র মধ্যে দিয়ে।
যতই সরকার দোষীদের আড়াল করার চেষ্টা করুক, আমরা থেমে থাকবো না, আমরা পূজাতেও দ্রোহের পূজা ও আনন্দ করেছি।এখনোও আমরা রাজপথে, ন্যায্য বিচার আদায় করে নেবো, অপেক্ষা করছি আরো কতোদিন সময় লাগে সিবিআই এর, সেটিং হতে দেবো না, আমরা অভয়ার মা ও বাবার পাশেও আছি, যাহারা টাকার বিনিময়ে মেয়েকে বিক্রি করে না, বিচারের আশায় দিন গুনছেন আজও, ন্যায় বিচারের জন্য।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বার্তা সম্পাদক এন আই নবী। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2025 বাংলার চেতনা. All rights reserved.